রাজস্থলীতে ব্লাষ্টের এডভোকেসি সভা

Published: 28 Jun 2015   Sunday   

রাজস্থলী উপজেলায় স্থানীয় পর্যাায়ে ন্যায় বিচার প্রাপ্তি ও আইনী সহায়তা প্রদান”শীর্ষক বিষয় নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়।

রাজস্থলী উপজেলা পরিষদ মিলনায়তনে রোববার কমিউনিটি লিগ্যাল সার্ভিস প্রকল্পের সহযোগীতায় বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট(ব্লাস্ট) রাঙামাটি ইউনিটের উদ্যোগে সভায় প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলার চেয়ারম্যান উথিনচিং মার্মা। আলোচক ছিলেন ভাইস চেয়ারম্যান অংলাচিং মার্মা, ভাইস চেয়ারম্যান ক্যইসাউ মার্মা জন প্রতিনিধি সুভাষ চন্দ্র তঞ্চঙ্গ্যা, স্থানীয়  হেডম্যান এবং সিভিল সমাজের প্রতিনিধিগণ।

সভার মূল ধারণাপত্র উপস্থাপন করেন ব্লাস্ট প্রধান কার্যালয়ের এডভোকেসি সেলের উপ-পরিচালক মাহবুবা আক্তার এবং সভার মডারেটর ছিলেন রাঙামাটি ইউনিট অফিসের এডভোকেসি অফিসার কনিম চাকমা। সভায় আরও উপস্থিত ছিলেন- ব্লাস্ট প্রধান কার্যালয়ের এডভোকেসি অফিসার ফারজানা ফাতেমা, রাঙামাটি ইউনিট্রে স্টাফ ল’ইয়ার মিলন চাকমা ও সহযোগী সচিব চাকমা। সভায় স্থানীয় আইনজীবী, সাংবাদিক, বিভিন্ন ন্াগরিক সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী  উপস্থিত ছিলেন।

সভার গ্রাম্য আদালত, ইউনিয়ন পরিষদে অবস্থিত সালিসি পরিষদের মাধ্যমে বিচার পেতে প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করা, নারী অধিকার, প্রতিবন্ধী,আদিবাসীদের অধিকার রক্ষা- এ সংক্রান্ত যেসব আইন, নীতিমালাগুলো  রয়েছে তা কতটুকু প্রয়োগ হচ্ছে এবং এ ক্ষেত্রে কি করণীয় এবং বৈষম্যগুলো নির্নয় করা, আইন সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে সরকারী ও বেসরকারী পর্যায় সমন্বয় বৃদ্ধির নিয়ে আলোচনা করা হয়।

মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায় বিশেষ করে দরিদ্র মানুষদের উপর  হয়রানিমূলক বন মামলার বিষয়টি তুলে ধরেন, এছাড়া নারী নির্যাতনের অনেক বিষয় প্রভাবশালীদের দ্বারা ভিন্ন খাতে নিয়ে য্ওায়ার প্রবণতার বিষয় ছাড়াও প্রথাগত সামাজিক বিচারে নারীর সম্পত্তির অধিকার, সামজিক বিচারের বৈষম্য দূরীকরণসহ,সরকারী আইন সহায়তা প্রদান আইন ও  স্থানীয় পর্যায়ে প্রচলিত আইনের প্রায়োগিক দিকগুলো আলোচনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত