বরকলে মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রি ও হোটেল রেস্টুরেন্টে নিম্নমানের খাবার পরিবেশনে দায়ের জরিমানা

Published: 28 Jun 2015   Sunday   

রাঙামাটির বরকল বাজারের বিভিন্ন দোকানে মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রি ও হোটেল রেস্টুরেন্টে নিম্নমানের খাবার পরিবেশন করার দায়ে রোববার ১৫ হাজার জরিমানা করা হয়েছে।

বরকল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিনের নেতৃত্বে রোববার উপজেলার বিভিন্ন দোকান ও হোটেল রেস্টুরেন্টে অভিযান চালানো হয়।  অভিযানের সময় ভোজ্য তেল,নানা রকমের বিস্কুট,পটেটো চিপস,চানাচুরসহ বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে মোঃ জাফর ও আবু বক্কর নামে দু দোকানদারকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বরকল মডেল থানার এস আই মোঃ সালাহউদ্দিন  বাজার চৌধুরী উদয়ন দেওয়ান সহ উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক ইতিময় চাকমা,বুদ্ধলিলা চাকমা ওর্য়াড মেম্বার হাবিবুর রহমান সহ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিন জানিয়েছেন জানান,এ অভিযান অব্যাহতভাবে চলবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত