টানা বর্ষনে কাপ্তাই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে

Published: 27 Jun 2015   Saturday   

টানা বর্ষনে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। এতে বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে। গত ৪/৫ দিনের বর্ষনে হ্রদে প্রায় ৮ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে হ্রদে রুলকার্ভ অনুযায়ী প্রায় ৭ ফুট পানি কম ছিল। অর্থাৎ ৮১ দশমিক ৮৬ এমএসএলের স্থলে পানি ছিল ৭৪ দশমিক ৩৮ এমএসএল।

জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মো: আব্দুর রহমান জানান, গতকাল শনিবার সকালে হ্রদের পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ৮২ দশমিক ৬৫ এমএসএল। এতে উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। তবে চাহিদা না থাকায় বর্তমানে একটি ইউনিট চালু রাখা হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষ চাইলে পাঁচটি ইউনিটও চালু রাখা সম্ভব। তিনি আরও বলেন, আগামী দিনে হ্রদে আরও পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত