টানা বর্ষনে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। এতে বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে। গত ৪/৫ দিনের বর্ষনে হ্রদে প্রায় ৮ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে হ্রদে রুলকার্ভ অনুযায়ী প্রায় ৭ ফুট পানি কম ছিল। অর্থাৎ ৮১ দশমিক ৮৬ এমএসএলের স্থলে পানি ছিল ৭৪ দশমিক ৩৮ এমএসএল।
জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মো: আব্দুর রহমান জানান, গতকাল শনিবার সকালে হ্রদের পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ৮২ দশমিক ৬৫ এমএসএল। এতে উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। তবে চাহিদা না থাকায় বর্তমানে একটি ইউনিট চালু রাখা হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষ চাইলে পাঁচটি ইউনিটও চালু রাখা সম্ভব। তিনি আরও বলেন, আগামী দিনে হ্রদে আরও পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.