নানিয়ারচর ও কাউখালীতে পূজামন্ডপ পরিদর্শনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান

Published: 02 Oct 2014   Thursday   

সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাৎসবের  মহা অষ্টমী । এ উপলক্ষে বৃহস্পতিবার  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা রাঙামাটি শহরের বিভিন্ন পূজা মন্ডপসহ কাউখালী ও নানিয়ারচরের মন্ডপ পরিদর্শন করেন।মহা অষ্টমী উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা  শহরের তবলছড়ি রক্ষা কালী মন্দির, ভেদেভেদী কালী মন্দির, কলেজ গেইট দূর্গা মন্দির, কালীন্দিপুর দশভুজা, কাঠালতলী দূর্গা মার্তৃ মন্দির, গর্জনতলী অখন্ডমন্ডলী, পৌর কলোনী নারায়ন মন্দির, রিজার্ভবাজার গীতাশ্রম নারায়ন মন্দির, আইচ ভবন, নতুন জালিয়া পাড়া দূর্গা মন্দির, শান্তিপুর হঁরি মন্দির, আসামবস্তী দূর্গা মন্দির, স্বর্নটিলা দূগা মন্দিরের পূজামন্ডপ পরিদর্শন করেন। এছাড়াও পরিষদ চেয়ারম্যান  নানিয়ারচরের  জগন্নাথ মন্দির এবং  কাউখালী উপজেলার কয়েকটি পুজা মন্ডপ পরিদর্শন করেন।পূজামন্ডপ পরিদর্শনকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুইপ্রু চৌধুরী, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি অমর দে, সাধারণ সম্পাদক পঞ্চানন ভট্ট্যাচার্য্য, সনাতন যুব পরিষদের জগন্নাথ ভদ্র’সহ হিন্দু ধর্মালম্বীদের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।পরিদর্শণকালে চেয়ারম্যান জেলা পরিষদ থেকে মন্দিরের উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস প্রদান এবং অনুষ্ঠিত পুজার আইন শৃংখলা পরিস্থিতির খোঁজ খবর নেন।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত