শনিবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নয়কিলো নামক স্থানে চাঁদা আদায়ের অভিযোগে চাঁদার রশিদ বইসহ ইউপিডিএফের এক কর্মীকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। তার নাম অমর শান্তি চাকমা(৩০)।
পুলিশ জানায়, শনিবার উপজেলার নয়কিলো নামক স্থানে চাদাঁ আদায়ের সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালায়। এসময় চাঁদা আদায়ের সময় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট্রের(ইউপিডিএফ) চাদাঁ কালেক্টর অমর শান্তি চাকমাকে আটক করে। এসময় তার কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ বই, লিফলেট, টাকা ও মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। সে উপজেলার নগেন্দ্র চাকমার ছেলে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকতা জাকির হোসেন ফকির সত্যতা স্বীকার করে জানান, চাদাঁ আদায়ের সময় ইউপিডিএফের এক কর্মীকে যৌথ বাহিনীর সদস্যরা আটক করেছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.