হেডম্যান-কার্বারীদের বিচার ব্যবস্থায় দক্ষতা উন্নয়নে রাঙামাটিতে ৩দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন

Published: 26 Jun 2015   Friday   

ঐতিহ্যবাহী প্রথাগত  হেডম্যান (মৌজা প্রধান) ও কারবারীদের(গ্রাম প্রধান) প্রথাগত বিচার ব্যবস্থায় দক্ষতা উন্নয়নের লক্ষে রাঙামাটিতে শুক্রবার থেকে  তিন দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে।

পার্বত্য চট্টগ্রামের অন্যতম বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহিলের শিখা প্রকল্পের আয়োজনে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা সন্মেলনে কক্ষে  কর্মশালার উদ্ধোধন করেন গ্রীনহিলের কর্মসূচি পরিচালক যতন কুমার দেওয়ান। এসময় উপস্থিত ছিলেন   জেন্ডার স্পোলিষ্ট ও বিশিষ্ট উন্নয়ন কর্মী টুকু তালুকদার, বিশিষ্ট আইনজীবি দ্বীন নাথ তংচংগ্যা ও  গ্রীনহিলের শিখা প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর(এডভোকেসী) বিটু দত্ত।  তিন দিন ব্যাপী কর্মশালায় লংগদু উপজেলা  থেকে ২জন   হেডম্যান ও ২৬ জন কারবারী অংশ নেন।  এর মধ্যে ৬জন মহিলা কারবারী অংশ নেন।  আগামী ২৮ জুন এ প্রশিক্ষণ কর্মশালার সমাপ্ত হবে।

উদ্ধোধনী অনুষ্ঠানে গ্রীনহিলের কর্মসূচি পরিচালক যতন কুমার দেওয়ান গ্রীনহিলের বিভিন্ন প্রকল্প সম্পর্কে আলোচনা করেন এবং এ প্রশিক্ষণ কর্মশালার সফলতা কামনা করেন।

আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, প্রশিক্ষণের মূলউদ্দেশ্য হচ্ছে প্রথাগত বিচারব্যবস্থা পরিচালনায় হেডম্যান-কার্বারীদের দক্ষতাবৃদ্ধি করা। প্রকল্পের অধীনে লংগদু উপজেলার হেডম্যান-কার্বারীদের জন্য আয়োজিত প্রশিক্ষণটি মোট চারটি ব্যাচে সম্পন্ন করা হবে এবং এটি দ্বিতীয় ব্যাচের জন্য আয়োজিত। তৃতীয় ও চতুর্থ ব্যাচের প্রশিক্ষণ যথাক্রমে জুলাই - সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ‘শিখা’ প্রকল্পের অধীনে গ্রীনহিল কর্তৃক আয়োজিত দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রমের আওতায়২০১৪-২০১৫ সালে রাঙামাাটির লংগদু উপজেলা ও বান্দরবান জেলার আলীকদম উপজেলার মোট ২৪৬জন হেডম্যান-কার্বারীদের প্রশিক্ষণ প্রদান করা হবে। ইতিমধ্যে চলতি বছরের ২৫ জুন পর্যন্ত লংগদু ও আলীকদম উপজেলার মোট ১৬২জন হেডম্যান-কার্বারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য,আইনী সহায়তামূলক এ শিখা(সাসটেইনিং হিউমেনেটারিয়েন ইনিশিয়েটিভ থ্রু নলেজ, সোশ্যালহারমোনী এন্ড একাউন্টেবিলিটি) প্রকল্পটি যুক্তরাজ্য সরকারের অর্থায়নে পরিচালিত এবং ম্যাক্স ওয়েলষ্ট্যাম্প (পিএলসি), বৃটিশকাউন্সিল ও সেন্টার ফর এফেকটিভডিসপিউট রেজুলেশন (সিইডিআর) এবং কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস (সিএলএস) কর্মসূচীর আওতায় বান্দরবান জেলার আলীকদম ও রাঙামাটি জেলার লংগদু উপজেলায় গ্রীনহিল কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত