খাগড়াছড়িতে কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত

Published: 25 Jun 2015   Thursday   

খাগড়াছড়িতে বৃহস্পতিবার কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে মাছের পোণা অবমুক্ত করা হয়েছে।

পুলিশই জনতা-জনতাই পুলিশ শ্লোগানে পুলিশ লাইন উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মজিদ আলী। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার কানন দেবনাথ, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ আবু দাউদ, খাগড়াছড়ি রিপোটার্স ইউনিটি’র সভাপতি চাইথোয়াই মারমা, দৈনিক সবুজ পাতার দেশ সম্পাদক জুলহাজ উদ্দিন, পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সামসু উদ্দিন ভূইঁঞা প্রমুখ। এর আগে পুলিশ লাইন দরবার হল ক্যাম্পাস এলাকা থেকে র‌্যালী শোভা যাত্রা বের করে পুকুর পাড়ে গিয়ে শেষ হয় । উন্মুক্ত জলাশয়ে রুই, কাতাল, মৃগালসহ বিভিন্ন প্রজাতির মাছ ৩০কেজির বেশী মাছ অবমুক্ত করা হয় ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত