দুর্যোগকালীন সময়ে জনসচেতনা বৃদ্ধির লক্ষে বৃহস্পতিবার বান্দরবানে র্যালী, পথ সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বান্দরবান সদর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে বান্দরবানে র্যালী ও লিফলেট বিতরণ করা হয়। এতে র্যালীর নেতৃত্ব দেন বান্দরবান সদর থানার অফিসার্স ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহাম্মেদ। এ সময় দূর্যোগ প্রতিরোধ ও দূর্যোগকালীন ক্ষয়ক্ষতি এড়াতে এবং দূর্যোগকালীন স্বাস্থ্যসচেতনতার লক্ষে জনসাধারণকে সচেতন করার জন্য ইসলামপুর, সিদ্দিক নগর, ক্যাচিংঘাটা, নোয়াপাড়া, কালাঘাটা, মোহাম্মদপুর, মধ্যম পাড়া, আর্মি পাড়া, লাঙ্গিপাড়া, বালাঘাটা সহ বান্দরবান শহরের বিভিন্ন জায়গায় জনসাধারণের মাঝে দূর্যোগ প্রতিরোধ ও আপদকালীন সময়ে করণীয় বিভিন্ন দিকনির্দেশনাসহ লিফলেট বিলি সহ সভা এবং র্যালী করা হয়। তাছাড়া ঝুকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের পাহাড় ধসে প্রাণহানির আশংকা রয়েছে সেসব পরিবারকে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য নোটিশ প্রদান করা হয়।
পথ সভায় বলা হয়,যথাযথ প্রস্তুতি না থাকার কারণে দূর্যোগে প্রাণহানিসহ ক্ষয়ক্ষতির পরিমান অনেক বেশী হয়। তাই দূর্যোগ প্রতিরোধ ও দূর্যোগকালীন সময়ে করণীয় সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে এবং যথাযথ কার্যক্রম গ্রহণ করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.