বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) নাজমুল হাসান সহ বিভিন্ন বিভাগীয় প্রধান, সাংবাদিক ও কমিটির সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় পৌরসভার কাউন্সিলর মোঃ রবিউল আলম বলেন, শহরের বনরুপা বাজারের প্রবেশ মুখে ব্রয়লার মুরগীর দোকানটি ফলের দোকানের পাশাপাশি হওয়ায় রোগ ছড়ানোর সম্ভবনা রয়েছে। তাই মুরগীর দোকানটি গ্লাস দিয়ে আবদ্ধ রেখে বিক্রীর বিষয়ে দোকানীকে অবহিত করা হয়েছে। তিনি ফিসারী ঘাট হতে ডলফিন কাউন্টার পর্যন্ত ফুটপাত করণের বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের সহযোগিতা কামনা করেন। এছাড়া বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে পৌরসভা কর্তৃক প্রদত্ত স্টীট লাইটের মেরামতের বিষয়টি চলমান রয়েছে। তিনি জুন মাসের মধ্যে সকল প্রতিষ্ঠান ও করদাতাদের কর পরিশোধের অনুরোধ জানান।
জেলা মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তা বলেন, বর্তমানে কাপ্তাই লেকে মাছ শিকার বন্ধ রয়েছে এবং কেউ যাতে মা মাছ ধরতে না পারে এজন্যে কোস্টগার্ড নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি বাজার ও অলি গলিতে মনিটরিং চলছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলেন, শহরের প্রধান বাঁধ সড়ক ফিসারীঘাট হতে ট্রাক টার্মিনাল পর্যন্ত বাঁধ সংস্কারের জন্য ডিজাইন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং রাঙ্গামাটি শহরের বিভিন্ন জায়গায় ভাঙ্গন রোধে সার্ভে ও ডিপিপি প্রণয়নের কাজ চলছে। বিটিসিএল কর্মকর্তা বলেন, গ্রাহকদের সুবিধার্থে আগামী ৩০জুন পর্যন্ত সেবা সপ্তাহ কার্যক্রমসহ ব্রডব্যান্ড লাইন সংযোগ কার্যক্রম চলবে। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক বলেন, রমজান মাস জুড়ে যাকাত সংগ্রহের কাজ চলছে। ইচ্ছুক মুসল্লীগণ দেশের যে কোন ব্যাংকে সরকারের যাকাত একাউন্ট এ জমা দিতে পারবে। এছাড়া জেলায় মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রম চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি পুলিশিং কার্যক্রম চলছে। এছাড়া মাদক অভিযান অব্যাহত রয়েছে। গত মাসে ৩৪টি মামলা হয়েছে। এছাড়া জেলার উন্নয়নের স্বার্থে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে বৃক্ষ রোপন অভিযান ও কাপ্তাই লেকে মৎস্য অবমুক্ত কার্যক্রম গ্রহণ করা হবে।
সভাপতির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান পবিত্র রমজান মাসের প্রতি শ্রদ্ধা ও ঈদ উল আযহাকে সামনে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে আইন শৃংখলা বাহিনীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন মাদক দ্রব্য বিক্রি ও সেবনের মাধ্যমেই দেশে সন্ত্রাসী কার্যক্রম বেশী হচ্ছে। একমাত্র মাদকের কারণেই দেশ পিছিয়ে যাচ্ছে। তিনি বাইরের দেশ থেকে যেসব মাদক দেশের বিভিন্ন স্থানে প্রবেশ করছে সে সমস্ত এলাকা চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃংখলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি প্রত্যন্ত এলাকায় গঠিত কমিউনিটি পুলিশকে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে সহযোগিতা করারও আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.