কাপ্তাইয়ে ইভটিজিংয়ের দায়ে যুবকের সাজা

Published: 17 Jun 2015   Wednesday   

রাঙামাটির কাপ্তাইয়ে ইভটিজিংয়ের দায়ে এক যুবককে এক মাসের সাজা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উপজেলার নারানগিরি উচ্চ বিদ্যালয় সংলগ্ন গোডাউন এলাকায়।

 অভিযোগে জানা গেছে, ঘটনার দিন বিকেলে রাইখালী বাজারে বসবাসরত দশম শ্রেণীর ছাত্রী উর্বশী দে (১৬), পিতা- স্বপন দে নারানগিরি উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে রাইখালীর লেমুছড়ি এলাকার আব্দুর রশিদ মুন্সি (২৬), পিতা- আব্দুস শহীদ উর্বশী দের সাথে কথা বলতে চায়। এতে উর্বশী রাজি না হয়ে তার বাসায় গিয়ে কথা বলার জন্য বলে। কিন্তু যুবক কিছুতেই তার পিছু ছাড়তে রাজি নয়। যুবকটি উর্বশীকে জোর পূর্বক কথা বলানোর চেষ্টা করে। তাৎক্ষণিক উর্বশী দে চন্দ্রঘোনা থানার ওসিকে মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি জানান। অভিযোগ পাওয়ার পর রাতেই ওই যুবককে আটক করার কথা স্বীকার করেন চন্দ্রঘোনা থানার ওসি জহুরুল আনোয়ার।  বুধবার অভিযুক্তকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত করা হলে ইউএনও ইসরাত জাহান পান্না অভিযুক্ত যুবককে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। কারাদ- প্রাপ্ত আসামী আব্দুর রশিদ মুন্সিকে ওইদিনেই জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে ওই যুবক উর্বশীকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছে বলে  অভিযোগ রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত