সিডা টিমের রাঙামাটিতে দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিদর্শন

Published: 16 Jun 2015   Tuesday   

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) “বিল্ডিং ইন্টিগ্রিটি ব্লকস ফর ইফেক্টটিভ চেঞ্জ -“বিবেক” প্রকল্পের আওতায় রাঙামাটির স্থানীয় জনগণের অংশগ্রহণে গঠিত সচেতন নাগরিক কমিটি-সনাক এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সনাক-ইয়েস পরিচালিত কার্যক্রম টিআইবির উন্নয়ন সংস্থাসহ সংশ্লিষ্টদের কাছে সমাদৃত হয়েছে। এ প্রেক্ষিতে টিআইবির উন্নয়ন সহযোগী সিডা’র একটি প্রতিনিধি দল চলমান বিবেক প্রকল্পের আওতায় সনাক, রাঙামাটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতেমঙ্গলবার  সনাকসহ সংশ্লিষ্ট বিভিন্ন   গ্রুপের সাথে মতবিনিময় করেন।

টিআইবির রাঙামাটির এরিয়া ম্যানেজার রঞ্জন পালিতের স্বাক্ষরিত এক  প্রেস বার্তায় বলা হয়, টিআইবির বিবেক প্রকল্পের কার্যক্রমের মধ্যে ছিল সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যগণের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা এবং ঝগড়াবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মা`দের সাথে শিক্ষা বিষয়ক আলোচনা। উক্ত সভায় সিডা টিমের মায়া এডফার্স্ট ও মিয়া হেলেন উপস্থিত থেকে সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যগণ এবং মা`দের সাথে মতবিনিময় করেন।

রাঙামাটিতে উক্ত দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিদর্শন করে পরিদর্শনের আসা টিম সন্তুষ্টি প্রকাশ করেন।  এছাড়া তারা স্থানীয় সরকার, স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রে দুর্নীতিবিরোধী কার্যক্রমের ফলে যে সকল পরিবর্তন পরিলক্ষিত হয়েছে সে বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এসময় উপস্থিত ছিলেন টিআইবির উধ্বর্তন কর্মসূচী ব্যবস্থাপক ফজিলা খানম, কর্মসূচী ব্যবস্থাপক ডঃ মোঃ আশরাফ হোসেন, ডেপুটি ম্যানেজার এমআইএস মাসুদুর রহমান। “বিবেক” প্রকল্পের আওতায় পরিলক্ষিত পরিবর্তনসমূহ উপস্থাপন করে রাঙামাটি সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত