লংগদুতে গুলিতে ৩ ইউপিএিফ কর্মী নিহতের ঘটনায় হত্যা মামলা

Published: 15 Jun 2015   Monday   

রাঙামাটির লংগদুর ভাইবোনছড়ার গোলাছড়ি এলাকায় সন্ত্রাসীদেও গুলিতে ইউপিডিএফের ৩ কর্মী নিহতের ঘটনায় লংগদু থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।রোববার সন্ধ্যায় নিহত যুদ্ধমনি চাকমার স্ত্রী অজ্ঞাত আসামীদের নামে এ মামলা দায়ের করেন।

এদিকে লংগদু থানা থেকে নিহতদের লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য রাঙামাটি মেডিকেল হাসপাতালের মর্গে নিয়ে এসেছে পুলিশ। এই ঘটনা এলাকায় এখনও আতংক বিরাজ করছে। এই ঘটনার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে  মঙ্গলবার রাঙামাটি জেলায় অর্ধ দিবস সড়ক ও নৌ পথ অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ।

উল্লেখ্য,রোববার সকালে লংগদু উপজেলার ভাইবোন ছড়ার গোলাছড়িতে দুর্বৃত্তদেও গুলিতে নিহত হন ইউপিডিএফের তিন কর্মী যুদ্ধমনি চাকমা, রুপময় চাকমা ও সুমন চাকমা চাকমা। এসময় একটি বাড়িতে আগুনে পুড়ে দেয় সন্ত্রাসীরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত