বান্দরবানের প্রথাগত বিচার ব্যবস্থার উপর হেডম্যান-কার্বারীদের ৩দিনের প্রশিক্ষণ শুরু

Published: 15 Jun 2015   Monday   

প্রথাগত বিচার ব্যবস্থায় দক্ষতার লক্ষে সোমবার থেকে বান্দরবানে তিন দিন ব্যাপী  হেডম্যান-কার্বারীদের প্রশিক্ষণ কোর্স  শুরু হয়েছে।

বেসরকারী উন্নয়ন সংন্থা গ্রীন হিল ‘শিখা’ প্রকল্পের উদ্যোগে আলীকদম উপজেলার হেডম্যান-কার্বারীদের অংশগ্রহনে শহরের একটি আবাসিক হোটেলে আয়োজিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বোমাং সার্কেল চিফউ চপ্রু। বিশেষ  অতিথি ছিলেন এ্যাডভোকেট দ্বীননাথ  তঞ্চঙ্গ্য ও গ্রীনহীলের  শিখা প্রকল্পের কর্মসূচী ব্যবস্থাপক আহমেদ তাসনিম আলম। প্রশিক্ষণের মূল ফ্যাসিলিটেটর দায়িত্বে আছেন প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর  (ট্রেনিং এন্ড ডকুমেন্টেশন) রিকো খীসা।

প্রশিক্ষন কোর্সে ১ জন হেডম্যান ও ২৪ জন কার্বারীসহ মোট ২৫ জন অংশগ্রহণ করেছেন। এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে প্রথাগত বিচার ব্যবস্থা পরিচালনায় হেডম্যান কার্বারীদের দক্ষতা বৃদ্ধি করা। এ প্রশিক্ষন কোর্সটি আলীকদম উপজেলার হেডম্যান-কার্বারীদের মোট চারটি ব্যাচে ভাগ প্রশিক্ষন সম্পন্ন করা হবে। এছাড়া দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ ব্যাচের প্রশিক্ষণ কোর্স ১৯ থেকে ২১ জুন এবং ২৩ থেকে ২৫ জুন অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণ আয়োজকরা জানান, শিখা’ প্রকল্পের অধীনে গ্রীন হিল কর্তৃক আয়োজিত দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রমের আওতায় ২০১৪-২০১৫ সালে বান্দরবান জেলার আলীকদম উপজেলাও রাঙামাাটি জেলার লংগদু উপজেলার মোট ২৪৬ জন হেডম্যান কার্বারীদেও প্রশিক্ষণ প্রদান করা হবে। ইতিমধ্যে ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত আলীকদম ও লংগদু উপজেলার মোট ৮৩ জন হেডম্যান-কার্বারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

উদ্ধোধনী বক্তব্যে সার্কেল চীফ  হেডম্যান-কার্বারীদের একতাবদ্ধ হয়ে সামাজিক সংহতি বজায় রাখার আহ্বান জানান এবং প্রশিক্ষণের সফলতা কামনা করেন।

উল্লেখ্য,আইনী সহায়তামূলক এই শিখা(সাসটেইনিং হিউমেনেটারিয়েন ইনিশিয়েটিভ থ্রু নলেজ, সোশ্যাল হারমোনী এন্ড একাউন্টেবিলিটি) প্রকল্পটি যুক্তরাজ্য সরকারের অর্থায়নে পরিচালিত এবং ম্যাক্সওয়েল ষ্ট্যাম্প (পিএলসি), বৃটিশ কাউন্সিল ও সেন্টার ফর এফেকটিভ ডিসপিউট রেজুলেশন (সিইডিআর) এবং কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস (সিএলএস) কর্মসূচীর আওতায় বান্দরবান জেলার আলীকদম ও রাঙামাটি জেলার লংগদু উপজেলায় গ্রীন হিল কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত