মিথ্যা মামলার ও হয়রানি থেকে রেহাই পেতে লামায় কৃষকের সংবাদ সম্মেলন

Published: 11 Jun 2015   Thursday   

বান্দরবানের লামা উপজেলায়  মিথ্যা মামলার ও হয়রানি থেকে রেহাই পেতে স্থানীয় এক কৃষকরা সংবাদ সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার লামা রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলনে লামা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড লাইন ঝিরি পশ্চিম পাড়ার মোঃ আছাদল হক এর ছেলে মোঃ নুর আলম এ সংবাদ সন্মেলন করেন।

সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে মোঃ নুর আলম বলেন, পার্শ্ববর্তী আর-৪৬১ নং হোল্ডিং এর মূল মালিক মজিবল হক থেকে তার বাবা মোঃ আছাদল হক ১৯৯৪ সালের ২৬ এপ্রিল বিক্রয় বায়নানামা দলিল ২১৮/৯৪ মূলে দুই একর বায়ান্ন শতক ও ১৯৯৫ সালের ১১ এপ্রিল তারিখে বায়নানামা দলিল ২১১/৯৫ মূলে তিন একর জমি ক্রয় করে এবং ভোগদখলে  রয়েছেন।  উক্ত ক্রয়কৃত জায়গা নিজের দাবী করে পার্শ্ববর্তী মোঃ নুরুচ্ছফা পিতা- মৃত মোঃ আসাদুজ্জামান এর সাথে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ তার পরিবারের সাথে মামলা মোকাদ্দমা  চলছিল।  দীর্ঘদিন আদালতে মামলা পরিচালনা শেষে আদালত তার পক্ষে রায় দেন। এরই প্রেক্ষিতে ১০ জুন জেলা জর্জ কোর্টের রায় মত স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে কাগজ পত্র পর্যালোচনা করে যার যার জায়গা বুঝিয়ে দেয়ার কথা ছিল। কিন্তু মোঃ নুরুচ্ছফা জায়গা হারানোর ভয়ে তাকে ও তার পরিবারের সকলকে ঘায়েল করার জন্য পরিকল্পিতভাবে ঘটনা সাজিয়ে মিথ্যা মামলায় জড়ানোর নাটক সাজায়।  ৬ জুন রাতে লামা পৌরসভার লাইনঝিরি নামক স্থানে আধাঁরে পরিকল্পিত ঘটনা সাজিয়ে তাকে ও তার পরিবারের সবাইকে দোষারোপ করে হয়রানী করার চেষ্টা করা হয়।  তিনি  মিথ্যা মামলার হাত থেকে  ঘটনার নিরপেক্ষ তদন্ত কএবং আইনি সহায়তার কামনা করেন।

লামা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত