বান্দরবানে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

Published: 11 Jun 2015   Thursday   

বান্দরবানে বৃহস্পতিবার থেকে সপ্তাহব্যাপী  ফলদ,বনজ বৃক্ষ মেলা শুরু হয়েছে।

জেলা প্রশাসন কার্যালয়ের মাঠে বান্দরবান বন বিভাগ ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে মেলার উদ্ধোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আবু জাফরের সভাপতিত্বে অনষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন,কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আলতাফ হোসেন, বান্দরবান বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম,প্লানটেশন বিভাগের বনকর্মকর্তা মোল্লা রেজাউল করিম,বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মার্মা প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী বীর বাহাদুর কৃষিমেলার প্রতিটি ষ্টল গুরে ফিরে দেখেন।এর াাগে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

 প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর এমপি বলেন দেশের প্রতিটি মানুষ যদি একটি করে বৃক্ষ রোপন করে তাহলে সবুজের সমারোহে ভরে উঠবে দেশ। তিনি বলেন বৃক্ষ আমাদের জাতীয় সম্পদ্ এক রক্ষনা বেক্ষনের দায়িত্ব আমাদের সবার। তিনি বান্দরবানের প্রতিটি শিক্ষা প্রতিষ্টান,ধর্মীয় স্থান,প্যাগোডা,মসজিদ,মন্দির প্রতিটি স্থানে বৃক্ষ রোপন করার জন্য সকলের প্রতি আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত