মঙ্গলবার বান্দরবানের ডিবি পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ ১জনকে আটক করেছে।
জানা গেছে,বান্দরবান ডিবি পুলিশের এস আই আবদুর রহিম জানান,গোপন সংবাদের ভিত্তিত্বে ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার বিকালে বান্দরবান বাজারের ট্রাপিক মোড় সুগন্ধা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৯শ ১২পিস ইয়াবাসহ উহ্লামং মার্মা(২৩)কে আটক করে। আটক উহ্লামং মার্মা দীর্ঘ দিন ধরে বান্দরবানে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে মাদবদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত উহ্লামং মার্মা থানছি উপজেলায় তিন্দু ইউনিয়নের অংথোয়াইপ্রু কারবারী পাড়ার বাসিন্দা মৃত অংহ্লাপ্রু মার্মর ছেলে। বান্দরবান পুলিশের অভিযানে ইয়াবা আটকের এটি সব চেয়ে বড় চালান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.