পানছড়িতে মৃত্যুর কূপ থেকে মোবাইল উদ্ধার!

Published: 09 Jun 2015   Tuesday   

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মৃত্যুর কূপ থেকে মোবাইল সেট উদ্ধার করলেন মোঃ আব্দুর রাজ্জাক নামের এক যুবক। মঙ্গলবার সকালে ৩নং সদর পানছড়ি ইউপির মোহাম্মদপুর এলাকায়  প্রায় ৫০ ফুট নিচে পরিত্যক্ত একটি  রিং টিউবওয়েলের কুয়ায় পড়ে যায় মোবাইল সেটটি।

উল্লেখ্য, সম্প্রতি মহালছড়ির মনাটেক এলাকায় টয়লেটের গর্ত থেকে মোবাইল সেট উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ৩জন এবং জেলার মাটিরাঙ্গার সিংহপাড়ার ২জন মারা যায়। 

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী জানায়, পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোঃ আব্দুর রহিমের সিমফোনি সেটটি দুর্ঘটনা বশতঃ প্রায় ৫০ ফুট গভীরতায় একটি পরিত্যক্ত টিউবওয়েলের কূয়ায় পড়ে যায় । এ খবর শুনে একই গ্রামের মৃত মোঃ আব্দুর রশিদের ছেলে মোঃ রাজ্জাক মোবাইল সেটটি উদ্ধারে এগিয়ে আসেন।  মোবাইল সেটটি উদ্ধারের জন্য তিনি প্রথমে একটি লম্বা রশি মোটা গাছের সাথে শক্ত করে নিজের শরীরের সাথে রশি বেঁধে কুয়ায় ভেতর নেমে পড়েন। তবে কুয়ায় অতিরিক্ত মিথেন গ্যাস ও অক্সিজেনের অভাবের কারণে তিনি কুয়ার তরদেশ পর্ষন্ত যেতে পারেননি। এক পর্যায়ে রাজ্জাক নিজের বুদ্ধিমত্তায় গাছের পাতাসহ ডাল কেটে সেগুলো রশি দিয়ে বেধে  কুয়ার ভেতর দীর্ঘক্ষণ সময় উপর-নিচ উঠানামা করিয়ে অক্সিজেন তৈরি করেন। পরে তিনি কুয়ার ভেতর প্রবেশ করে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে মোবাইল সেটটি উদ্ধার করে নিয়ে আসেন।   

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর যুবলীগ নেতা মোঃ ইউছুফ রাজ্জাকের সাহসিকতা ও বুদ্ধিমত্তার প্রশংসা করে বলেন,  জীবনের ঝুকি ছিল তার। তবে ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের মৃত্যুর ঝুঁকি না নেয়। 

মোঃ আব্দুর রাজ্জাক জানান, মনে আত্নবিশ্বাস ছিল বলেই তিনি মোবাইল সেটটি উদ্ধার করতে পারবেন। তবে তার শতভাগ মৃত্যুর ঝুকি ছিল বলে জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত