উপজেলা পর্যায়ে ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট জনবল ও সুফল ভোগীদের দক্ষতা উন্নয়নে ৫দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার ৩ দিনে সমাপ্ত করার অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, ৭জুন ৫দিনের কর্মশালার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফির্সাস মোঃ মাঈন উদ্দিন।
প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেয়া আইমাছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার তমীর আলী জানান-,৫দিনের প্রশিক্ষণের পরিবর্তে ৩দিনে শেষ করা হয়েছে। প্রতি প্রশিক্ষণার্থীর দৈনিক সম্মানী ভাতা ছিল ২শ টাকা। এ টাকা নিতে সমাজ সেবার কয়েকজন কর্মচারীর সাথে বাকবিতন্ডা করতে হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
মেম্বার তমীর আলীর মত আরও কয়েকজন প্রশিক্ষণার্থীর অভিযোগ করেন, প্রশিক্ষনে অংশ গ্রহনকারী ছিল ১৮জন কাগজে কলমে দেখানো হয়েছে ৩০ জন । বাকী অন্যান্যদের ভূয়াঁ নাম দিয়ে সম্মানী ভাতার টাকাগুলো পকেটস্থ করার অভিযোগ করছেন প্রশিক্ষণার্থীরা।
এ ব্যাপারে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা (ভারঃ) বিশ্বজিৎ চাকমা জানান, উপজেলার বিভিন্ন দূর্গম এলাকা থেকে আসা প্রশিক্ষণার্থীদের যাতায়াতে সমস্যা হয় বিধায় তাদের সাথে আলোচনা সাপেক্ষে ৫দিনের প্রশিক্ষণের পরিবর্তে ৩দিন করা হয়েছে। তবে ৩দিনে প্রশিক্ষণ শেষ করা হলেও ৫দিনের জন্য বরাদ্দকৃত সম্মানী ভাতাগুলো প্রতিটি প্রশিক্ষণার্থীদের দেয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.