বরকলে একটি বাড়ি একটি খামার প্রকল্পের দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

Published: 09 Jun 2015   Tuesday   

বরকলে একটি বাড়ি একটি খামার প্রকল্পের ব্যবস্থাপনা ও আয়বর্ধক কর্মকান্ড সৃজন শীর্ষক দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার শেষ হয়েছে।

বরকল উপজেলায় পল্লী উন্নয়ন বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী পামির দেওয়ানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অথিতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার্স মোঃ মাঈন উদ্দিন। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসাবে ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারঃ) পলি রানী ঘোষ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মহিউদ্দিন শরীফ উপজেলা কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শিমুল চাকমা। কর্মশালায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের ৫০জন সদস্য সদস্যা অংশ গ্রহন করেন।

কর্মশালায় কৃষি মৎস্য সহ বিষয় ভিত্তিক প্রশিক্ষণ,আয় বর্ধক প্রকল্প সৃজন,সঞ্চয় ও ঋণ কার্যক্রম গতিশীল করা, জুন মাসকে পুজিঁ গঠনের মাস ঘোষণা, অন লাইন ব্যাংকিংয়ের ব্যাপারে ধারণা সহ ইত্যাদি বিষয়ে আলোচনা প্রশিক্ষণ প্রদান করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত