বরকলের বাঘাছোলা জ্ঞানদ্বয় বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান সম্পন্ন

Published: 12 Oct 2014   Sunday   

বরকল উপজেলার সুবলং ইউনিয়নের বাঘাছোলা জ্ঞানদ্বয় বৌদ্ধ বিহারে রোববার ৩২তম দানোত্তম কঠিন চীবরদানের ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।বাঘাছোলা জ্ঞানদ্বয় বৌদ্ধ বিহারে মাঠে আয়োজিত অনুষ্ঠানে  ধর্মদেশনা দেন শ্রীমৎ শিলানন্দ থের, বাঘাছোলা জ্ঞানদ্বয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ  শ্রীমৎ বোধি প্রিয় মহাস্থবির, চাকমা রাজ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ শিলাপাল থের, মৈত্রী বিহারের শ্রীমৎ পুর্নজ্যোতি মহাথের। অনুষ্ঠানে ৪১জন ভিক্ষু শ্রমন সহ ৩ শতাধিক ধর্মপ্রাণ নারী পুরুষ উপস্থিত। অনুষ্ঠানে কঠিন চীবর দান সংঘদান বুদ্ধ মুর্তিদান অষ্টপুরষ্কারদান ও হাজার বাতি দান সহ সন্ধ্যায় ফানুস উত্তোলনের মধ্যে দিয়ে ধর্মীয় উক্ত বিহারে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 –হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত