বান্দরবানে কৃষি বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

Published: 09 Jun 2015   Tuesday   

বান্দরবানে কৃষি বিষয়ক এক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পূর্বাঞ্চলীয় সমন্বিত কৃষি উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্পের আওতায় সোমবার বালাঘাটা হর্টিকালচার সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইং এর পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ এ কে এম হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চলীয় সমন্বিত কৃষি উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ সারওয়ারী মেহেদী মোবারক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের উপ-পরিচালক কৃষিবিদ তরুণ ভট্টাচার্য্য।

প্রকল্প পরিচালক কৃষিবিদ সারওয়ারী মেহেদী মোবারক মূল প্রবন্ধ উপস্থাপনকালে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বিভিন্নকার্যক্রম বিস্তারিতভাবে তুলে ধরেন।

কর্মশালায় পূর্বাঞ্চলীয় সমন্বিত কৃষি উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্পের চলমান বিভিন্ন কার্যক্রম বিষয়ে উপজেলা, জেলা ভিত্তিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। এর মধ্যে রাঙামাটি পার্বত্য জেলার পক্ষে জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ কৃষ্ণ প্রসাদ মল্লিক, খাগড়াছড়ি পার্বত্য জেলা ও বান্দরবান পার্বত্য জেলার পক্ষে উপ-পরিচালকের প্রতিনিধিবৃন্দ এবং জুরাছড়ি, রামগড় ও বান্দরবান সদর উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তাবৃন্দ প্রতিবেদন উপস্থাপন করেন।

কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি তথ্য সার্ভিস, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (অন্ ফার্ম রিসার্চ ডিভিশন), তুলা উন্নয়ন বোর্ড, বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, বিএডিসি’র অঞ্চল, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিজ্ঞানীরা অংশগ্রহন করেন।

প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মাঠ ফসলের আওতাধীন জমির পরিমাণ কম তাই এখানে উদ্যান ও মসলাজাতীয় ফসলের জন্য প্রদর্শনী ও সম্প্রসারণ কার্যক্রম গ্রহণ করলে তা বেশি কার্যকর হবে। তিনি ফসল উৎপাদনে বিভিন্ন বালাইনাশকের ব্যবহার হ্রাস করার বিষয়ে সকলকে সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন। তাছাড়া অতন্দ্র জরিপ কার্যক্রমকে যথাযথ গুরুত্ব প্রদানের জন্য মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের অনুরোধ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত