সড়ক দূর্ঘটনা হ্রাসকল্পে বান্দরবানে পেশাজীবি গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষে সোমবার গণসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
সদর উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে বান্দরবান বিআরটিএ-এর আয়োজনে এবং বান্দরবান জেলা প্রশাস সোমবার গণসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। নের সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বান্দরবানের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আবু জাফর। বান্দরবানের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ হারুন-অর-রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বান্দরবান সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ সফিকুল ইসলাম,বিআরটিএ বান্দরবান সার্কেল-এর সহকারী পরিচালক ও প্রকৌশলী পার্কেল চৌধূরী,গাড়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শুভ্রত কান্তি দাশ প্রকাশে(ঝন্টু বাবু)। এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন,বিআরটিএ বান্দরবান সার্কেল এর সহকারী প্রশিক্ষক মোঃ ইসহাক,বান্দরবান গাড়ী মালিক সমিতির নেতা মোঃ ইলিয়াছ,বান্দরবানের সিনিয়র গাড়ী চালক মোঃ জকু,মোঃ কাসেম,মোঃআলী,মোঃ কালাম,মোঃ নুরুল আলম প্রমুখ। কর্মশালায় বান্দরবানের প্রায় ১শ ৫৫জন গাড়ী চালক অংশ নেন।
.--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.