সোমবার থেকে রাঙামাটিতে শুরু হচ্ছে দুই দিনব্যাপী প্রথম পার্বত্য চট্টগ্রাম গণসংগীত উৎসব

Published: 07 Jun 2015   Sunday   

ছিড়ে ফেল দৃঢ় হাতের চক্রান্তের জাল-এ শ্লোগান সমানে রেখে সোমবার থেকে রাঙামাটিতে শুরু হচ্ছে দুই দিন ব্যাপী প্রথম পার্বত্য চট্টগ্রাম জেলা গণসংগীত উৎসব।

রোববার রাঙামাটি  শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ কথা জানানো হয়েছে।

প্রেস ব্রিফ্রিং-এ বলা হয়,রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনষ্টিটিউট মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করা কথা রয়েছে সম্মিলিত সাংস্কৃতি জোটের সভাপতি মোঃ গোলাম কুদ্দুস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সভাপতিত্ব করবেন বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সম্পাদকমন্ডলীর সদস্য ফকির সিরাজ।

প্রেস ব্রিফিং-এ আরও বলা হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায়, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের আয়োজনে পার্বত্য তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং ঢাকার মোট ৯টি সাংস্কৃতিক দল গণসঙ্গীত উৎসবে যোগদান করবে। প্রতিদিন বিকাল ৫টায় উৎসবে গান পরিবেশন শুরু করা হবে। অংশ গ্রহনকারী গণ সংগীত দল গুলো হর, খেলাঘর আসর রাঙামাটি, উদিচী শিল্পী গোষ্ঠী রাঙামাটি, গিরিসুর শিল্পী গোষ্ঠী, শিল্পী নিকুঞ্জ, সুর নিকেতন,রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমী বান্দরবানের  জেলা শিল্পকলা একাডেমী,খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমী।

প্রেস ব্রিফিং-এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম জেলা গণসঙ্গীত উৎসব উদযাপন পরিষদের আহবায়ক সুনীল কান্তি দে, সন্মেলনের সদস্য সচিব ও পৌর কাউন্সিলর কালায়ন চাকমা, রাঙামাটি শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুল ও সংগীত শিল্পী মনোজ বাহাদুর।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত