পর্যটন নগরী রাঙামাটিতে শীঘ্রই ট্যুরিষ্ট পুলিশের কার্যক্রম শুরু হচ্ছে

Published: 07 Jun 2015   Sunday   

ভ্রমনে আসা পর্যটকদের নিরাপত্তার জন্য শীঘ্রই পর্যটন নগরী রাঙামাটিতে ট্যুরিষ্ট পুলিশিং ব্যবস্থার কার্যক্রম শুরু করা হচ্ছে। নিয়মিত পুলিশের পাশাপাশি ট্যুরিষ্ট পুলিশ পার্বত্য এলাকার পর্যটন শিল্পের জন্য আলাদা ইউনিট হিসেবে কাজ করবে।

রোববার রাঙামাটিতে  এক মতবিনিময় সভায় ট্যুরিষ্ট পুলিশের ডি আই জি মোঃ সোহরাব হোসেন এ কথা জানান।

রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত ডি আই জি মোসলেম উদ্দিন খান, রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান বক্তব্য রাখেন। সভায় রাঙামাটির সদর উপজেলা চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু, রাঙামাটি  হোটেল, রেষ্টুরেন্টের মালিক, জনপ্রতিনিধি, বাস মালিক ও নৌ যান মালিকসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে ট্যুরিষ্ট পুলিশের ডি আই জি মোঃ সোহরাব হোসেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান  জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা) সাথে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত