দৈনিক যায় যায় দিনের নবম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা

Published: 06 Jun 2015   Saturday   

দৈনিক যায় যায় দিনের নবম বছর পূর্তির উপলক্ষে শনিবার রাঙামাটিতে র‌্যালী, কেট কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

রাঙামাটি রিপোটার্স ইউনিটি কার্যালয়ে যায় যায়দিন ফ্রেন্ডস ফোরাম রাঙামাটির উদ্যেগে আলোচনা সভায় দৈনিক যায় যায় দিনের রাঙামাটি প্রতিনিধি ফজলুর রহমান রাজনের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক ও দৈনিক গিরিদর্পন সম্পাদক একেএম মকছুদ আহম্মদ, সিনিয়র সাংবাদিক ও রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, রাঙামাটি রিপোটার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি রেড ক্রিসেন্টের সাধারন সম্পাদক বখতেয়ার জিসান, জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাৎ সায়েম, জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার সত্রং চাকমা, সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মিল্টন বাহাদুর, চ্যানেল আই প্রতিনিধি মনসুর আহম্মদ, পাহাড় টোয়েন্টি ফোর ডট কমের হেফাজত সবুজ, ফ্রিল্যান্স সাংবাদিক লিটন শীল, রাঙামাটি রিপোটার্স ইউনিটির সহ সভাপতি চৌধুরী হারুনুর রশীদ, উদীচি শিল্পী গোষ্ঠীর সাধারন সম্পাদক বিজয় ধর, দৈনিক নবচেতনা পত্রিকার প্রতিনিধি তনয়া দেওয়ান উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা কেক কাটেন। এর একটি র‌্যালীবের করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক যায় যায় দিনে আমরা পার্বত্য চট্টগ্রামের খবর বেশী বেশী করে দেখতে চাই। একটি পত্রিকা তখনই পাঠক প্রিয়তা অর্জন করে যখন তার সংবাদে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা থাকে। বক্তারা দৈনিক যায় যায় দিনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত