বরকলে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

Published: 06 Jun 2015   Saturday   

শত কোটি জনের অপার স্বপ্ন,একটি বিশ্ব,করিনা নিঃস্ব- এ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শনিবার রাঙামাটির বরকল উপজেলায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বরকল উপজেলা পরিষদ ও ইউএনডিপি সিএইচটিডিএফএর উদ্যোগে উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শকুন্তলা চাকমার সভাপতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএনডিপি সিএইচটিডিএফ প্রকল্পের উপজেলা ফ্যাসিলেটর মংকিউচিং মারমা রাঙামাটি সংসদ সদস্যর উপজেলা প্রতিনিধি ও বরকল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা উপজেলা প্রাণী সম্পদ বিভাগের মাঠ সহকারী সমিরণ মহাজন ও ইউএনডিপির খাদ্য নিরাপত্তা প্রকল্পের কর্মকর্তা আশীষ চাকমা দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল অফিসার ডাঃ কৌশিক সিকদার পাড়া উন্নয়ন সমিতির সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে একটি র‌্যালী উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গন থেকে র‌্যালীটি শুরু করে বাজার এলাকা প্রদক্ষিণ করে উপজেলা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

সভায় বক্তারা বলেন, পাহাড় কাটা ও বন ধ্বংস রোধ করে প্রাকৃতিক বন ও সামাজিক বন সৃষ্টি করে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। পাহাড় বন রক্ষা করতে পারলে এ পৃথিবীতে প্রাণী জগতের অস্তিত্ব ঠিকে থাকবে। তাই মানুষ ও জীব জন্তুর বেঁেচ থাকার প্রয়োজনে বেশী করে পরিবেশ বান্ধব গাছ লাগানোর জন্য বক্তারা গুরুত্বারোপ করেন এবং পরিবেশ বান্ধব নয় এমন গাছ না লাগানোর ও পরার্মশ দেন বক্তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত