বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

Published: 05 Jun 2015   Friday   

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বান্দরবানে র‌্যালী, আলোচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 

বান্দরবানে জেলা প্রশাসন, বন বিভাগের আয়োজনে এবং সিএইচটিডিএফ-ইউএনডিপি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় বান্দরবানের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আবু জাফরের সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার অণির্বান চাকমা,বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম,ইউএনডিপির বান্দরবান জেলা কর্মকর্তা এ্যাডভোকেট খুশি রায় ত্রিপুরা,বান্দরবান এলজিইডি নির্বাহী প্রকৌশলী ক্লা কৈ মারমা। লিখিত বক্তব্য উপস্থাপন করেন বান্দরবান বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ আজিজুর রহমান। এছাড়াওঅনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন,বান্দরবান জেলা কৃষি বিভাগের উপপরিচালক কৃষিবিদ আলতাফ হোসেন,বান্দরবান সদর উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ সাহাব উদ্দীনসহ সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠিানের কর্মকর্তাগন,বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে জেলা প্রশাক কার্যালয় প্রাঙ্গণ হতে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বান্দরবানের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গনে  গিয়ে শেষ হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত