রাঙামাটি বেতার কেন্দ্রে তংচংগ্যা ভাষায় স্থানীয় সংবাদ সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন

Published: 03 Jun 2015   Wednesday   

বুধবার বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রে তংচংগ্যা ভাষায় সংবাদ সম্প্রচার উদ্ধোধন করা হয়েছে।

বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রে আঞ্চলিক বার্তা সংস্থার উদ্যোগে বেতার স্টুডিও-তে আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু।  

বাংলাদেশ বেতারের ভারপ্রাপ্ত মহাপরিচালক ও উপ-মহাপরিচালক (বার্তা) নারায়ন চন্দ্র শীলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন ও বাংলাদেশ তংচংগ্যা কল্যাণ সংস্থার মহাসচিব এ্যাড.দীন নাথ তংচংগ্যা। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রের উপ-বার্তা নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক মোঃ সালাহ্ উদ্দিন, আঞ্চলিক প্রকৌশলী ভাস্কর দেওয়ান, বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রের জেলা প্রতিনিধি নন্দন দেবনাথ, ধর্মরাজ তংচংগ্যা ও সাইন মারমা।  অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের সকল কর্মকর্তা-কর্মচারী ও শিল্পী,কলা-কূশলীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ফিরোজা বেগম চিনু বলেন, সরকারের  ক্ষুদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সংরক্ষনে যে উদযোগ নিয়েছে তা পালনে বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্র গুরুত্বপুর্ণূ ভূমিকা রাখছে।  তিনি বলেন, বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রের উদ্যোগে স্থানীয় সংবাদ গুলো দুর্গম মানুষের কথা তুলে ধরছে। এই ধারাকে অব্যাহত রাখতে আরো বেশী সংবাদ বুলেটিন চালু করার ও দাবী জানান তিনি। 

প্রসংঙ্গত উল্লেখ্য,আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রে  বুধবার থেকে তংচঙগ্যা ভাষায় ৫ মিনিটের স্থানীয় সংবাদ প্রচার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া দুপুরের ৩ টা ২৫ মিনিটে ৫ মিনিটের বাংলা সংবাদ, ৩ টা ৩০ মিনিটে ৫ মিনিটের চাকমা সংবাদ, তিন ৩ টা ৩৫ মিনিটে ৫ মিনিটের মারমা সংবাদ ও ৩ টা ৪০ মিনিটে ৫ মিনিটর তঞ্চঙ্গ্যা ভাষায় স্থানীয় সংবাদ প্রচার করা হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত