বান্দরবানে ৪ খুনের মামলার প্রধান আসামী নুর নাহারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কৃত নুর নাহার নিহত আমিনের তৃতীয় স্ত্রী।
পুলিশ জানিয়েছে ৪খুনের ঘটনার প্রধান আসামী নুরনাহার পটিয়ায় রয়েছে বলে গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান পুলিশ চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের সহায়তায় শনিবার রাতে পটিয়া থেকে গ্রেপ্তার করে।সে পুলিশের কাছে তার স্বামীসহ অপর ৩ জনের হত্যার দায় স্বীকার করেছে। বান্দরবান থানায় তাকে আরও জিঙ্গাসাবাদ চলছে ।
বান্দরবান সদর থানার ভার প্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, নিহত মোঃ আমীন ৩টি বিয়ে করেছে। প্রথম স্ত্রীর ও তৃতীয় স্ত্রীর সাথে আমিনের বনিবনা না হওয়ায় তার স্ত্রীর এবং শশূর বাড়ীর লোকজনদের সাথে তার ঝগড়া বিবাদ চলাকালে তারই দায়ের কোপে তার শশুরের একটি আঙ্গুল কেটে যায়। এসময় তার স্ত্রীর হাতে ও দারালো দা দিয়ে আঘাত করেন আমিন। আমীনের শিশুপুত্র (নিহত) দুলুকে জোর করে নিজের কাছে রেখে দেন তার স্বামী। এতে ক্ষিপ্ত হয়ে একারনেই তার ভাইদের সঙ্গে নিয়ে শুক্রবার রাতে তার নীজ পুত্র,স্বামীসহ অপর ২জনকে হত্যা করা হয়।
ওসি আরও জানান শুক্রবারেই ৪ খুনের একটি হত্যা মামলা দায়ের করেন নিহত বেগম বাহারের ছেলে শফি আলম। হত্যা মামলার বাদী নিহত বেগম বাহারের ছেলে জানান হত্যাকান্ডের পুর্বদিন ও আসামীদের বান্দরবানের ক্যামলং এলাকায় ঘুরাপেরা করতে দেখেছে এলাকার লোকজন।
তিনি জিজ্ঞাসাবাদে নুর নাহার হত্যার কথা স্বীকার করায় তাকে আদালতে প্রেরন করে স্বীকারোক্তিমুলক জবান বন্দি দেবে বলে জানিয়েছেন। অপর আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.