বান্দরবানে বিএনপির দুই গ্রুফের মাংস নিয়ে কাড়াকাড়িতে সংঘর্ষে আহত ২

Published: 30 May 2015   Saturday   
no

no

শনিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীকে বান্দরবান জেলা বিএনপির দুই গ্রুফের সংঘর্ষে ২জন আহত হয়েছে। আহতরা হলেন মেয়র গ্রুফের আবুল কালাম এবং জেরী গ্রুফের হাবিব।

প্রত্যক্ষদর্শীরা জানান, জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাত বার্ষিকীতে দুপুরের দিকে জেলা বিএনপির সভাপতি সাচিংপ্রু জেরীর সমর্থিত লোকজন বালাঘাটায় বাড়ী বাড়ী মাংস বিলি করতে গেলে প্রথমে সংঘর্ষ হয়। এক পর্যায়ে জেরী গ্রুফকে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে বিকাল ৩ টার দিকে জেরী গ্রুফের কয়েকজন সমর্থক রুবেল বড়–য়া নামের একজন যুবদল কর্মীর মোটর সাইকেল ভাংচুর করলে মেয়র গ্রুফের কয়েকজন তাদেরকে বাধা প্রদান করে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে আবুল কালাম ওরফে মাছ কালাম নামে অপর এক বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত করলে সেও আহত হয়। এর পরপরই  ছাত্রদলের হাবিব নামে একজন মোটর সাইকেল চালিয়ে বাজার দিয়ে যাওয়ার সময় তার উপরও হামলা করা হয়। হামলায় তিনিও আহত হলে তাকে দ্রুত বান্দরবান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সংঘর্ষ চারদিকে ছড়িয়ে পড়তে থাকলে পুলিশ লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এর পরপরই আইন শৃংখলা রক্ষায় শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত