মায়ানমারে সফরে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা

Published: 28 May 2015   Thursday   

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের দুইটি টিম এখন সরকারী ভাবে মায়ানমার সফরে রয়েছেন। জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লার নেতৃত্বে সফর সঙ্গিদের মধ্যে রয়েছেন বান্দরবান জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজি মোঃ মজিবর রহমান সহ অন্যন্যর্।া অপর দিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের টিমের মধ্যে রয়েছেন একজন যুগ্ন সচিবের নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুরের এপিএস সাদেক হোসেন চৌধুরী সহ অন্যন্যরা। আগামী ৩ জুন পর্যন্ত তারা মায়ানমার সফর করবেন।

 

প্রতিমন্ত্রী মহোদয়ের এপিএস সাদেক হোসেন চৌধুরী জানান পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা ইয়াঙ্গুন বিমান বন্দরে পৌঁছলে সেখানে তার অনেক ভক্ত,শিষ্য,ছাত্র,ছাত্রী এবং শুভানুধ্যায়ীরা বিমান বন্দরে স্বাগত জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত