ফিস্টুলা হোক নির্বাসিত, নারী হোত সম্মানিত স্লোগানে মঙ্গলবার বান্দরবানে র্যালী ও সভা অনুষ্ঠিত হয়েছে।
সদর হাসপাতাল অডিটরিয়ামে বান্দরবানে স্বাস্থ্য অধিদপ্তর, ইউএনএফপিএ এবং জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডাঃ অনুপম দেওয়ান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইনী বিশেষজ্ঞ ডা: শাহানাজ, গাইনী বিশেষজ্ঞ ডা: শারমীন, সদর হাসপাতালের ভারপ্রাপ্ত মেডিক্যাল অফিসার ডা: জসিম উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের এইচআর এডমিন মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ।
এর আগে একটি র্যালী জেলা সিভিল সার্জন অফিস থেকে শুরু হয়ে সদর হাসপাতাল পর্যন্ত প্রদক্ষিণ করে। র্যালীতে ডাক্তার, নার্স’সহ স্থানীয় নারী-পুরুষেরা অংশ নেয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডাঃ অনুপম দেওয়ান বলেন, বিলম্বিত ও বাঁধগ্রস্থ প্রসব রোধ করে প্রসবজনিত ফিস্টুলা মুক্ত মাতৃত্ব নিশ্চিত করতে হবে। বিলম্বিত ও বাধাগ্রস্থ প্রসব ছাড়াও অদক্ষ দাই দ্বারা প্রসব করানো এবং দারিদ্রতা, অপুষ্টি, অপ্রতুল স্বাস্থ্য সেবা, অল্প বয়সে বিবাহ ফিস্টুলার রোগের মুল কারন। তবে সঠিকভাবে অভিজ্ঞ সার্জন দ্বারা অপারেশন করলে ৯৫ ভাগ প্রসবজনিত ফিস্টুলা প্রসুতি ভাল হয়ে যায়। মা সম্পুর্ণ নবজীবন লাভ করে এবং মা ভবিস্যতে স্বাভাবিক বাচ্চা প্রসব করতে পারে। তাই ফিষ্টুলা রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.