খাগড়াছড়ি সেনা রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল স. ম. মাহবুব উল আলম পি.এস.সি বলেছেন, পাহাড়ের শান্তি ও উন্নয়নের জন্য সকলকে এক হয়ে কাজ করতে হবে। অতীতের ভুলভ্রান্তি এবং অনৈক্য ভুলে বৈচিত্র্যের মাঝেই ঐক্য খুঁজতে হবে। বিশ্বায়নের এই যুগে বাংলাদেশ সেনাবাহিনী বর্হিবিশ্বে শান্তি স্থাপনে অগ্রনী ভূমিকা পালন করছে। সেই অভিজ্ঞতা এবং অর্জনকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামেও আমরা অনগ্রসর জনপদ ও জনগোষ্ঠির সামগ্রিক উন্নয়নে কাজ করছি।
মঙ্গলবার মহালছড়ি উপজেলার দূর্গম ধনপুদি বাজারে সপ্তাহব্যাপী স্বাস্থ্য সচেতনতা ও ফ্রি মেডিকেল কর্মসূচীর উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে ফশফন এসব কথা বলেন।
সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল হুমায়ুন কবির, রিজিয়ন মেডিকেল টীমের প্রধান লে: কর্ণেল হামিদ, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা এবং মেজর মোহিব আল মাহমুদ। সভায় নিহত সাংবাদিক প্রদীপ শশীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুল নুমান, নারী ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান সুইনুপ্রু চৌধুরী, মাইসছড়ি ইউপি চেয়ারম্যান শান্তশীল চাকমা, সদর ইউপি চেয়ারম্যান লাব্রেচাই মারমা ও ক্যায়াংঘাট ইউপি চেয়ারম্যান কিরণ চাকমাসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফেরার পথে রিজিয়ন অধিনায়ক সম্প্রতি উপজেলার মনারটেক এলাকায় সেফটিক ট্যাংকের বিষক্রিয়ায় নিহত সাংবাদিক প্রদীপ শশী চাকমাসহ তিন সহোদরের পিতামাতা-স্ত্রী-সন্তানদের সমবেদনা জানাতে তাঁদের বাড়ীতে যান এবং সেনাবাহিনীর পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.