সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে সোমবার বিলাইছড়িতে এক সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।
কাপ্তাই তথ্য অফিসের ব্যবস্থাপনায় বিলাইছড়ি উপজেলা কনফারেন্স রুমে সন্মেলনে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও ডিজিটাল বাংলাদেশ সংক্রান্ত সরকারের সাফল্য সম্পর্কে বক্তব্য দেন কাপ্তাই তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোহাম্মদ হারুন। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বিলাইছড়ি প্রেস ক্লাব সভাপতি জসীম উদ্দিন তালুকদার,প্রেস ক্লাব সম্পাদক শান্তি বিজয় চাকমা,সাংবাদিক পুষ্প মোহন চাকমা,সুব্রত দেওয়ান ও দিপু চাকমা প্রমুখ।
সংবাদ সন্মেলনে সরকারের জনকল্যাণমূলক বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে সরকারের সাফল্য নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.