বাবুছড়ায় ক্ষতিগ্রস্থ ২১ পরিবারের সংবাদ সন্মেলন

Published: 23 May 2015   Saturday   

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া এলাকায় ক্ষতিগ্রস্থ হওয়া ২১ পরিবার শনিবার সংবাদ সন্মেলন করেছে।


বাবুছড়ার নোয়াপাড়া গ্রামে সংবাদ সম্মেলনে কিরন চাকমা ক্ষতিগ্রস্থ ২১ পরিবারের পক্ষে লিখিত বক্তব্যে পাঠ করেন।

 

লিখিত বক্তব্যে  কয়েক দফা দাবী তুলে ধরা হয়।  সেগুলো হল বিজিরি’র ৫১নং ব্যাটালিয়নের সদস্যদের জন্য নির্মিতব্য ভবনের কাজ স্থগিত করে সৃষ্ট সমস্যার শান্তিপূর্ণ সমাধানের নিমিত্তে দীঘিনালা ভূমি রক্ষা কমিটির সাথে অবিলম্বে আলোচনায় বসা, বিজিবি’র দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার পূর্বক নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি, নির্বিচারে ধরপাকড়, হয়রানি ও গ্রেপ্তার বন্ধ, যত্ন কুমার কার্বারী পাড়া ও শশী মোহন কার্বারী পাড়া থেকে বিজিবি ৫১নং ব্যাটালিয়ন কর্তৃক যারা উচ্ছেদের শিকার হয়েছে তাদেরকে নিজ নিজ জমিতে বা আলোচনা সাপেক্ষে যথাযথ ক্ষতিপূরনসহ পূনর্বাসন করা।


সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যা গোপা চাকমা বলেন, প্রতিদিন তাদের প্রায় ৩৫ কেজি চাউল নিত্য প্রয়োজনীয় খাবার লাগে এবং একসাথে রান্না করে খাই।


নতুন চন্দ্র কার্বারী বলেন,তার ছেলে-মেয়েরা পুষ্টিহীনতায় ভোগছে। তার নিজ বাড়ি-ঘর হারিয়ে মানবেতর জীবন যাপন করছি।


উপজেলা নির্বাহী অফিসার ফজলুল জাহিদ পাভেল বলেন, তথাকথিত ক্ষতিগ্রস্থ ২১ পরিবার আমাদের সাথে আলোচনায় আসেনি। অথচ পূনর্বাসনের জন্য খাগড়াছড়ি জেলা প্রশাসনের নিকট বরাদ্দ রয়েছে।

 

এ ব্যাপারে দীঘিনালা উপজেলা চেয়ারম্যান নব কমল চাকমা জানান, ২১ পরিবার বিষয়ে স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপরার কাছে যথাযথ পদক্ষেপ গ্রহনের জন্য আবেদন জানিয়েছি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত