প্রশাসন,মালিক শ্রমিক নেতাদের সাথে আলাপ আলোচনার পর বান্দরবানের আভ্যন্তরিন ৬ টি রুটের রোববারের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শনিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা শেষে বান্দরবান যানবাহন মালিক শ্রমিক সমন্নয় পরিষদের সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষনা দেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হারুন অর রশিদ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম। জনসংহতি সমিতির পক্ষে পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং,জেলা জনসংহতি সমিতির সভাপতি উছমং মার্মা। যানবাহন মালিক ও শ্রমিক সমিতির সুব্রত কান্তি দাশ,মোঃ ইলিয়াস,মোজাম্মেল হক বাহাদুর, মোঃ মুছা, আঞ্চলিক পরিষদের সদস্য ও আওয়ামীলীগ নেতা সফিকুর রহমান প্রমুখ।
সভায় জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী বলেন আগামীতে যানবাহন ও যানবাহন শ্রমিকদের উপর কোন হামলা হলে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে আশ্বাস দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.