পানছড়ি উপজেলা পরিষদেসংরক্ষিত মহিলা আসনে নির্বাচনে ৪জন প্রতিদ্ধন্ধিতা করছেন

Published: 23 May 2015   Saturday   

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা পরিষদে সংরক্ষিত আসনে মহিলা সদস্যা নির্বাচনে উপজেলার ৫টি ইউনিয়নের ২টি ব্লকে সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪ মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে ৪জনের  জনের মনোনয়নপত্র বৈধতা পেয়েছে।

 

শনিবার উপজেলা সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ বাবুল হোসেন বৈধ মনোনয়ন বৈধতা পাওয়া  প্রার্থীদের নাম ঘোষনা করেন। এ ৪ জন প্রার্থী হলেন পানছড়ি ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়াডের সদস্যা অপরাজিতা খীসা, চেংগী ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়াডের সদস্যা আশা চাকমা, লতিবান ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের সদস্যা রোজিনা ত্রিপুরা, উল্টাছড়ি ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সদস্যা সোহেলি চাকমা। উপজেলার  ৫টি ইউনিয়নকে ২টি ব্লকে ভাগ করা হয়েছে। লোগাং ইউনিয়ন, চেংগী ইউনিয়ন ও উল্টাছড়ি ইউনিয়ন নিয়ে ১ নং ব্লক। পানছড়ি সদর ও লতিবান ইউনিয়ন নিয়ে ২নং ব্লক।

 

৪ জন প্রার্থীর মধ্যে ১ নং ব্লকে প্রতিদ্বন্ধীতা করবেন পানছড়ি ইউনিয়নের সদস্যা অপরাজিতা খীসা ও লতিবান ইউনিয়নের সদস্যা রোজিনা ত্রিপুরা। ২নং ব্লকে প্রতিদ্বন্ধীতা করবেন- চেংগী ইউনিয়নের সদস্যা আশা চাকমা ও উল্টাছড়ি ইউনিয়নের সদস্যা সোহেলি চাকমা।

 

উপজেলা সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ বাবুল হোসেন জানান,উপজেলার ৫টি ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনে ১৫জন সদস্য  রয়েছেন। ১৫ জনই ভোটার। তাঁরাই উপজেলা পরিষদে সংরক্ষিত আসনে মহিলা সদস্য নির্বাচন করবেন। প্রতিটি ভোটার ২টি করে ভোট দিতে পারবেন। ১টি ভোট নিজ ব্লকে অপরটি অন্য ব্লকে।

 

উপজেলা নির্বাচন অফিস ও উপজেলা সহকারী রির্টানিং অফিসার সূত্রে জানা গেছে, নির্বাচনী বিধিমালা অনুযায়ী ১৫ জুন উপজেলা পরিষদে সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত