বরকলে শিশু অধিকার বিষয়ক দিনব্যাপী কর্মশালা

Published: 20 May 2015   Wednesday   

বুধবার বরকল উপজেলায় ইউনিসেফের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের আওতায় শিশু অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা কনফারেন্স কক্ষে দিনব্যাপী কর্মশালার উদ্ধোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিধান চাকমা। কর্মশালায় বক্তব্য রাখেন সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জীবক চাকমা বরকল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা,ভূষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলিপ কুমার চাকমা, সংসদ সদস্যর উপজেলা প্রতিনিধি উৎপল চাকমা ও বরকল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা।  অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বোধিদত্ত বড়–য়া মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি আবু সুফিয়ান উপজেলার সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের কর্মকর্তাবৃন্দ পাড়া কেন্দ্রের পরিচালনা কমিটির সভাপতিরা। 

 

অনুষ্ঠান শেষে কর্মশালায় অংশ গ্রহনকারীদের মধ্যে দলগত করে প্রশিক্ষণ প্রদান করেন বেসরকারী উন্নয়ন সংস্থা কোডেকের শিশু সুরক্ষা প্রকল্পের প্রশিক্ষন কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন সিকদার ও তৈমু সংস্থার কমিউনিটি মোবিলাইজার ইউছানু মারমা।

 

সভায় বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। আগামী দিনে তারাই দেশ ও জাতির কর্ণধার। তাদের সুরক্ষা ও ভালোভাবে গড়ে তোলা সকলের দায়িত্ব ও কর্তব্য। সেই সাথে শিশুদের অধিকার নিশ্চিত করা ও সকলের নৈতিক দায়িত্ব বলে বক্তারা মত প্রকাশ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত