রাঙামাটিতে প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তাদের মাঝে ভেটেনারি ঔষধ, টিকা বিতরণ ও মত বিনিময় সভা

Published: 20 May 2015   Wednesday   

বুধবার প্রাণী সম্পদ বিভাগের সি,এল,ডব্লিউ ও ভি,এফ,এ দের মাঝে অত্যাবশ্যকীয় ভেটেনারি ঔষধ, টিকা বিতরণ ও মাঠ পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ-সিএইটিডিএফ-ইউএনডিপি-(এমডিজি) ফান্ডের অর্থায়নে জেলা প্রাণী সম্পদ বিভাগের প্রশিক্ষণ ভবনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা।


জেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা ডাঃ মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ও প্রাণী সম্পদ বিভাগের আহ্বায়ক রেমলিয়ানা পাংখোয়া, মূখ্য নির্বাহী কর্মকর্তা এস,এম জাকির হোসেন, জেলা পিগ ফার্মের সহকারী পরিচালক ডাঃ উত্তম কুমার দাশ, সিএইচটিডিএফ-ইউএনডিপি’র কর্মকর্তা এ,কে আজাদ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণী সম্পদ বিভাগের ভেটেনারী সার্জন দেবরাজ চাকমা। অনুষ্ঠান শেষে প্রদঅন অতিথি সি,এল,ডব্লিউ ও ভি,এফ,এ দের মাঝে অত্যাবশ্যকীয় ভেটেনারি ঔষধ, টিকা বিতরণ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যানর বলেন, প্রাণীসম্পদের উন্নয়ন ও সম্প্রসারণে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সকলে আন্তরিকতার সহিত কাজ করলে পাহাড়ের জনগনের পুষ্টি চাহিদা পূরণ, দারিদ্র দূরিকরণ ও আর্থিক উন্নয়নে প্রাণীসম্পদ বিভাগ একটি বিরাট ভূমিকা রাখবে।


তিনি আরও বলেন, পাহাড়ে প্রাণীসম্পদের উন্নয়ন ঘটিয়ে জনগণের পুষ্টি ঘাটতি পূরণ ও প্রাণীজ আমিষ সরবরাহ বৃদ্ধি বাড়াতে এ বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীদের নিরলসভাবে কাজ করতে হবে। তিনি বলেন, জেলার প্রাণীজ আমিষের চাহিদা পূরণের জন্য দুধ, ডিম মাংসের উৎপাদন বৃদ্ধি করতে হবে।


তিনি প্রাণীসম্পদের উন্নয়নে কর্মকর্তারা যেসব প্রশিক্ষণ গ্রহণ করেছেন তারা প্রত্যান্ত অঞ্চলের গৃহ পালিত পশুপাখি ও মৎস্য সম্পদের উন্নত জাত উৎপাদনে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে বলেন, শুধু প্রশিক্ষণ গ্রহণ করলে হবেনা সেটা যথাযথ কাজে লাগাতে হবে তা না হলে দক্ষতা দিন দিন লোপ পাবে।


তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কণ্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন। সকলের প্রচেষ্টায় দেশের ১৬কোটি মানুষের খাদ্য চাহিদা পুরণ করে বাইরের দেশেও খাদ্য রপ্তানি করছে। যা আগের কোন সরকার পারেনি। তিনি একটি সমৃদ্ধশালী দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান এবং পাশাপাশি প্রাণীসম্পদ উন্নয়নের জন্য জেলার প্রত্যান্ত অঞ্চলে ভেকসিন ও ঔষধ সংরক্ষণে ফ্রিজার করে রাখার জন্য সোলার ফ্রিজ ও ঔষধ প্রদানেরও আশ্বাস দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত