সহযোগিতা ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে জনগণের আর্থ সামাজিক উন্নয়নে এগিয়ে আসতে হবে--বৃষকেতু চাকমা

Published: 19 May 2015   Tuesday   

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা পারস্পরিক সহযোগিতা ও সকলের বুদ্ধিমত্তাকে কাজে লাগানোর মাধ্যমে এ জেলার পশ্চাদপদ ও প্রান্তিক জনগোষ্ঠির আর্থ সামাজিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, স্ব স্ব বিভাগের সমস্যাগুলোকে চিহ্নিত করে সভায় তুলে ধরে আলোচনার মাধ্যমে সমাধান করে এ জেলার উন্নয়ন আরও বৃদ্ধি করা সম্ভব।

 

তিনি জেলার স্বাস্থ্যসেবার উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ গ্রহন এবং   জেনারেল হাসপাতালের সার্বিক উন্নয়নে পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন। 

 

মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ, নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরাসহ হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

 

সভায় স্বাস্থ্য বিভাগের পক্ষে জানানো হয়,জেনারেল হাসপাতালে বাউন্ডারী জুড়ে যেসব অবৈধ স্থাপনা গড়ে উঠেছে তাদের তালিকা করা হয়েছে এবং প্রশাসনের মাধ্যমে উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করা হবে। বিভিন্ন উপজেলায় অকেজো এ্যাম্বুলেন্সগুলি চালুর ব্যবস্থা এবং রাঙাামাটি জেনারেল হাসপাতালে কনসালটেন্টদের নিয়মিত হাজিরার উপর জোর দেয়া হবে।

  

কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয় বর্তমানে বোরো ধান কর্তনের কাজ চলছে এবং মাঠ পর্যায়ে ২টি প্লট প্রদর্শনী চলছে। সরকারের ৩০ভাগ হারে ছাড় দিয়ে ভর্তুকির মাধ্যমে চাষীদের মধ্যে পাওয়ার টিলার প্রদান কার্যক্রম চলছে।

 

সভায় মাধ্যমিক শিক্ষা বিভাগ জানায়,৭ম শ্রেণী বৃত্তি পরীক্ষা সমাপ্ত হয়েছে। আগামী মাসে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। এছাড়া জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য স্যানিটেশন ব্যবস্থা ও বিদ্যালয় পরিস্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে প্রধান শিক্ষককের বরাবর পত্র প্রেরণ করা হয়েছে।

 

সভায়  পরিষদ চেয়ারম্যান বলেন, সকলের মতামতকে প্রাধান্য দিয়ে এ জেলায় বসবাসরত মানুষের কল্যাণে কাজ করতে হবে। জেনারেল হাসপাতালের পরিবেশ সুস্থ ও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে তিনি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাকে নির্দেশ দেন। এছাড়া পরিষদে হস্তান্তরিত বিভাগের সকল কর্মকর্তাদের সুষ্ঠুভাবে দাপ্তরিক কাজ সম্পন্ন করার আহ্বান জানান।

 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত