সরকারের ভিশন ২০২১ রূপকল্পের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে বেকারত্ব দূরীকরণ

Published: 19 May 2015   Tuesday   
no

no

খাগড়াছড়ির নির্বাচিত সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, দেশনেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ রূপকল্পের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে বেকারত্ব দূরীকরণ। দেশের শিক্ষিত যুবসমাজের বিরাট একটি অংশ চাকরী না পেয়ে বেকার হয়ে থাকছে। তাই সরকার বেকারত্বের হার হ্রাস করতে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে যুবসমাজকে প্রশিক্ষণ দিয়ে এবং সম্বলহীনদের ক্ষুদ্র ঋণ প্রদান করে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে দিতে কাজ করছে।

 

মঙ্গলবার খাগড়াছড়িতে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়েআজিত “ক্ষুদ্র ঋণ এবং আত্বকর্মসংস্থান কর্মসূচি মূল্যায়ন, বাস্তবায়ন ও প্রশিক্ষণ” বিষয়ক দুই দিনের আঞ্চলিক কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি  বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 

খাগড়ছড়িস্থ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মংশিপ্রু চৌধুরী অপুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম, খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান তরফদার এবং যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালক মোঃ এরশাদ-উর-রশীদ। স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর খাগড়াছড়ি জেলার উপ-পরিচালক শাহরিয়ার রেজা।

 

কর্মশালায় খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান,চট্টগ্রাম, কক্সবাজার ও ফেনী জেলার বিভিন্ন টেড্রের ১’শ ৮৪ জন যুব উন্নয়ন কর্মকতা অংশ নেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত