রাঙামাটিতে সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের জেলা সমন্বয় কমিটির সভা

Published: 17 May 2015   Sunday   

পার্বত্য চট্টগ্রাম এলাকায় সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প (৩য় পর্যায়) এর জেলা সমন্বয় কমিটির চতুর্মাসিক সভা রোববার রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এসময় জেলা পরিষদ সদস্য ও শিক্ষা কমিটির আহ্বায়ক অংসুই প্র“ চৌধুরী, মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ, সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের জেলা প্রকল্প ব্যবস্থাপক মিন্টু বিকাশ চাকমা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, দাতা সংস্থা ইউনিসেফ, জনস্বাস্থ্য প্রকৌশলীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সভায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মা ও শিশুর সার্বিক উন্নয়নের লক্ষ্যে ইউনিসেফের সহায়তায় সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে শিশু ও মহিলাদের স্বাস্থ্য, পুষ্টি, পানি, পয়ঃ ব্যবস্থা ও হাইজিন বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহনে উদ্বুদ্ধকরণ, মহিলা, কিশোরী ও শিশুদের অপুষ্টিজনিত ঘাটতি হ্রাস ও রক্ত স্বল্পতা প্রতিরোধ, সামাজিক উন্নয়নে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধিসহ পাড়া কেন্দ্রের মাধ্যমে শিশুদের শিক্ষা দানের লক্ষ্যে  এ প্রকল্প কাজ করছে বলে জানান আইসিডিপির কর্মকর্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত