রাঙামাটিতে আয়ন-ব্যয়ন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা

Published: 17 May 2015   Sunday   

রোববার সরকারী দপ্তর দপ্তর  সমূহে সরকারী অর্থের আয়-ব্যয় ব্যবস্থার সুষ্ঠু পরিচালনা এবং  আয়ন-ব্যয়ন কর্মকর্তাদের  জবাবদিহীতা ও দায়িত্ব পালন শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা হিসাব রক্ষন অফিস আয়োজিত রাঙামাটি  পার্বত্যজেলা  পরিষদের সম্লেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের  হিসাব মহা-নিয়ন্ত্রক  মোঃ আবুল কাশেম। হিসাব মহা-নিয়ন্ত্রক চট্টগ্রাম বিভাগ মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় রাঙামাটি জেলা প্রশাসক মোঃ শামশুল আরেফিন বিশেষ অথিথি ছিলেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারী দপ্তরের প্রধান সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তরের আয়ন-ব্যয়ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের  হিসাব মহা-নিয়ন্ত্রক  মোঃ আবুল কাশেম বলেন সরকার  সরকারী দপ্তর গুলোতে আয়-ব্যয় এর হিসাবের স্বচ্ছতা আনয়ন এবং সহজীকরন সহ  জবাবদিহীতা  নিশ্চিত করনের  লক্ষ্যে  আধূনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সম্পূর্ণ ডিডিজিলাইজেশন করার কাজ করে শুরু করেছে।  সহসা দেশের সকল জেলা এবং উপজেলা পর্যায়ের  একাউন্টস অফিস গুলোকে পরিপূর্ণ ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা  হবে।

 

তিনি আরও বলেন, সরকারী কর্মকর্তা-কর্মচারীরা যাতে  চাকুরী থেকে পেনশনে যাওয়ার পর কোনরুপ জটিলতা ছাড়াই তাদের পেনশনসহ অন্যান্য আর্থিক সুবিধা স্ব স্ব ব্যাংক একাউন্ট থেকে উত্তোলন করতে পারেন সে উদ্যোগে নেয়া হচ্ছে। পাশাপাশি ইলেকট্রনিক্স ফান্ড  ট্রাণ্সফার (ইএফটি) এর মাধ্যমে সরকারী কর্মকর্তা-কর্মচারীরা  নিজের ব্যাংক একাউন্ট থেকে বেতন তুলতে পারবেন যা ইতিমধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন সরকারী দপ্তর গুলোতে চালু করা হয়েছে। অদূর ভবিষ্যতে  একাউন্টস অফিস গুলোক কাগজ বিহীন করা হবে। সর্বত্র থাকবে প্রযুক্তির ব্যবহার।

 

তিনি সরকারী  নিয়ম কানুনের মধ্যে থেকে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি অনুরোধ জানান  এবং এর ব্যতয় ঘটলে কাউকে ক্ষমা করা হবে না বলে জানান। তিনি সরকারী অর্থ আয়-ব্যয়ের ক্ষেত্রে সকল কর্মকর্তাকে সততা,নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহবানও জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত