সাজেকের ডায়রিয়া আক্রান্তদের ঔষধ ও অর্থ সহায়তা দিয়েছে ত্রিপুরা কল্যাণ সংসদ

Published: 17 May 2015   Sunday   

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের দূর্গম শিয়ালদাই ও চাইল্যাতলী গ্রামের ডায়রিয়া আক্রান্তদের মাঝে ঔষধ ও আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ।

 

শনিবার বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে একটি প্রতিনিধি সাজেকের শিয়ালদাই ও চাইল্যাতলীসহ কয়েকটি   গ্রামে ডায়রিয়া আক্রান্ত রোগীদের খোঁজ-খবর নেন। এসময় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ৬  জনের পরিবারকে ৩ হাজার টাকা এবং রোগী পরিবহন এবং মাচালং স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রোগীদের নগদ অর্থ সহায়তা ও প্রয়োজনীয় ঔষধপত্র প্রদান করেন।

 

এসময় সংগঠনের সাবেক সাধারন সম্পাদক সুশীল জীবন ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক হরিপদ্ম ত্রিপুরা ও নির্বাহী সদস্য অপূর্ব ত্রিপুরা উপস্থিত ছিলেন।

 

প্রতিনিধি দলের প্রধান জানান, ভৌগলিকভাবে দূর্গম এসব এলাকার মানুষ অত্যন্ত দরিদ্র ও মৌলিক অধিকার বঞ্চিত। তাঁদের অধিকাংশ মানুষই দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। তাই সরকারীভাবে জরুরী ভিত্তিতে অধিকতর স্বাস্থ্যবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবীও জানান তিনি।

 

এদিকে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম ও ত্রিপুরাদের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ডায়রিয়া কবলিত মানুষদের পাশে সাহায্য সহযোগিতার হাত বাড়ানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নজরুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

 

উল্লেখ্য, গত বুধবার ও বৃহস্পতিবার শিয়ালদাই গ্রামের ভাতরায় ত্রিপুরা ও ভদ্ররায় ত্রিপুরা এবং চাইল্যাতলী গ্রামের কুশিলা ত্রিপুরা, পতিনী ত্রিপুরা ও দাই কুমার ত্রিপুরা  ডায়রিায়া আক্রান্ত হয়ে মারা যান।

 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত