খাগড়াছড়ির সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, বর্তমান সরকার সংখ্যালঘু আর সংখ্যাগুরুর দূরত্বে বিশ্বাসী নয়। সরকার মনে করে জাতির পিতার স্বপ্নে প্রতিষ্ঠিত বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সম্মিলিত মাতৃভূমি। এখানে সকলকে পদ্মা-মেঘান-যমুনার মতো একসাথে মিলিত স্রোতে এগুতে হবে।
শনিবার বিকেলে জেলা শহরের শ্রী শ্রী লক্ষী নারায়ণ মন্দির প্রাঙ্গণে নব-গঠিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির পরিচালনার কমিটির সহ-সভাপতি চন্দ্র শেখর দাশ’র সভাপতিত্বে এবং সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য্যরে সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: জাহেদুল আলম, মন্দির কমিটির সাধারন সম্পাদক নির্মল কান্তি দেব, ডা. মনোরঞ্জন দেব ও অধ্যাপক সত্যজিত চৌধুরী।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.