বান্দরবানে উন্নয়ন বোর্ডের নির্মিত দুইটি প্রকল্পের উদ্বোধন

Published: 15 May 2015   Friday   

শুক্রবার বান্দরবান সদরের ক্যামলং পাড়ায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত সরাইখানা ও যুব সমবায় সমিতির অফিস উদ্বোধন এবং  সংগ্রাই উৎসবের পুর্ণমিলণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

৩৩ লক্ষ টাকার ব্যয়ে নির্মিত ক্যামলং পাড়ার  সরাইখানা ও যুব সমবায় সমিতির অফিস উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। পরে প্রতিমন্ত্রী সংগ্রাই উৎসবের পুর্ণমিলণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেযোগদান করেন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরী,পুলিশ সুপার দেবদাস ভট্ট্রাচার্য,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ক্যহ্লাখই,ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ অংসুইপ্রু , কেএসআইএর পরিচালক মংনুচিং, ডাঃ অংচালু,আওয়ামীলীগ নেতা মংক্যাচিং চৌধুরী ,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং,জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাশ,সিংইয়ং ¤্রাে, কুহালং ইউনিয়ানের চেয়ারম্যান সানুপ্রু মার্মা প্রমুখ। অনুষ্ঠান শেষে  বিভিন্ন খেলাধুলা,সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

 

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, অন্ধকার থেকে পার্বত্য চট্টগ্রামের জনগনকে আলোর মুখ দেখিয়েছেন জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে যে ক্যামলং পাড়ায় সকল জনগনের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠান করতে পারছেন তা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান।

 

তিনি আরও বলেন, আজ থেকে ২০ বৎসর পুর্বের পার্বত্য চট্টগামের অবস্থা সম্পুর্ণ ভিন্ন ছিল। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিন্তা করলেন বুলেটের জবাব বুলেট দিয়ে দিয়ে কখনো শান্তি আসতে পারে না। শান্তির জন্য প্রয়োজন আস্থা।্ সেই আস্থাকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনা সকলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক শান্তি চুক্তি করার ফলে আজ পার্বত্য চট্টগ্রামের জনগন পুর্ণিমার চন্দ্রের জো¯œার আলো অবলোকন করতে পারছেন। তিনি আগামীতে পার্বত্য চট্টগ্রামের চলমান উন্নয়ন প্রক্রিয়াকে অক্ষুন্ন রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

 

 

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত