মহালছড়িতে নিজ গৃহে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত স্কুল শিক্ষক মিলন বিকাশ চাকমা হত্যাকান্ডের দুই মাস পরও ঘটনার কুল কিনারা করতে পারেনি পুলিশ। স্বামীর শোকে এখনো কাঁদছেন নিহত স্কুল শিক্ষক মিলন বিকাশ চাকমার স্ত্রী বিরলতা চাকমা, কবে স্বামী হত্যার বিচার হবে সেই আশায় বুক বেঁধে আছেন।
ঘটনার পর পর বিরলতা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা রুজু করলেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
মহালছড়ি থানা অফিসার ইনচার্জ সেমায়ূন কবির চৌধুরী বলেন, এ মামলার তদন্ত কার্যক্রম চলমান। বিভিন্ন ভাবে তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে। সন্দেহজনক আসামী গ্রেফতারে অভিযান ইতিমধ্যে শুরু হয়েছে। স্থানীয়ভাবে সহযোগিতা থাকলে ঘাতক যেই হোক পুলিশ খুঁজে বের করতে পারবে বলে মনে করেন তিনি।
উল্লেখ্য, রাঙামাটির জেলার নানিয়ারচর উপজেলার নি¤œ কেংগালছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন বিকাশ চাকমা অজ্ঞাতনামা সন্ত্রাসীরা গত ১১ মার্চ গভীর রাতে মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের পশ্চিম ক্যায়াংঘাট গ্রামে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় নৃশংসভাবে খুন করে। একই সময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন নিহতের স্ত্রী বিরলতা চাকমা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.