খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(পিসিজেএসএস) এমএন লারমা গ্রুপের দু সদস্যকে আটক করেছে সেনাবাহিনী সদস্যরা। বুধবার রাতে বাইল্যাছড়ির ১নং রাবার বাগান এলাকায় তাদের আটক করা হয়।
জানা যায়, উপজেলার বাইল্যাছড়ির ১নং রাবার বাগান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী সিন্দুকছড়ি জোন কমান্ডার লে.কর্ণেল রাব্বি আহসানের নেতৃত্বে অভিযান চালান। এসময়সেনা বাহিনীর সদস্যরা ৬টি দলে ভাগ হয়ে এলাকায় তল্লাসী করে হডম্যান পাড়া গ্রামের বাহন কুমার ত্রিপুরার ছেলে রিপন বিকাশ ত্রিপুরা ওরফে জয়(৩৫) ও হিরণ কান্তি পাড়ার হিরণ কান্তি ত্রিপুরার ছেলে রিটিশ ত্রিপুরা(২৮)কে আটক করে। আটককৃতদের মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুর মোহাম্মদ বেপারী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাল্যাছড়িতে আটককৃত পিসিজেএসএস দুকর্মীকে আটকের পর সেনা সদস্যরা পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ব্যাপারে থানায় সন্ত্রাসী ও চাদাঁবাজী মামলার হয়েছে। তাদের বৃহষ্পতিবার বিজ্ঞ আদালতে তোলার পর জেলা কারাগারে প্রেরন করা হয়েছে ।