মহালছড়িতে উদ্ভুদ্ধকরণ ও সচেতনতামূলক সভা

Published: 14 May 2015   Thursday   

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় থানা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার মানব পাচার, বাল্য বিবাহ, ইভটিজিং ও যৌতুক প্রতিরোধ সংক্রান্ত উদ্ধুকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্টু চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি সদর সার্কেলের এএসপি  কানন কুমার দেবনাথ, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার আশফাকুল নোমান, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ সেমায়ুন কবির চৌধুরী, মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: রুবেল, মহালছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শাহাজান পাটোয়ারী, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন কুমার শীল ও মহালছড়ি বাজার চৌধুরী কালা চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন তুলা উন্নয়ন বোর্ড মহালছড়ি উপজেলা সমন্বয়কারী মোশারফ হোসেন। 

 

সভায় বক্তারা বলেন, মানব পাচার, বাল্য বিবাহ, ইভটিজিং ও যৌতুক প্রথা হচ্ছে সামাজিক ব্যাধি। যা সমাজে মহামারী আকারে বৃদ্ধি পাচ্ছে। সামাজিকভাবে এসব প্রতিরোধ করতে হলে সকলের সচেতনতা করা দরকার। সমাজের জ্ঞানী গুণী ব্যক্তি এবং স্কুল পড়ূয়া ছাত্র-ছাত্রীরাও পারে এসব অপ্রত্যাশিত প্রথাগুলো প্রতিরোধ করতে। সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় মানব পাচার কারীরা সক্রিয় হয়ে উঠেছে। কৌশল হিসেবে গ্রামের সহজ সরল মেয়েদের নানা ধরণের লোভনীয় প্রস্তাব দিয়ে কোনভাবে রাজী করাতে পারলে তাদেরকে পাচার করে দিচ্ছে বিভিন্ন দেশে। এ ধরণের যে কোন জায়গা থেকে লোভনীয় প্রস্তাব আসলে সাথে সাথে থানা পুলিশকে অবগত করার আহবান জানান বক্তারা।

 

এছাড়া বাল্য বিবাহ, ইভটিজিং ও যৌতুক গ্রামের বিভিন্ন জায়গায় এখনো অবাধে চলছে। এ সবের কোন তথ্য থাকলে থানা পুলিশকে অবগত করতে বলা হয়। যে কোন লোভনীয় প্রস্তাব থেকে সকলকে সতর্ক থাকার আহবান জানান বক্তারা।

 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত