রাঙামাটির সাজেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

Published: 14 May 2015   Thursday   

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নের শিয়ালদহলুই ও চাইল্যাতলি এলাকায় বুধবার ও বৃহস্পতিবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৫ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে তিন নারী ও ২জন পুরুষ রয়েছেন। ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ বৃহস্পতিবার সকালের দিকে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুটি মেডিকেল টিম ঘটনাস্থলে গেছে।


স্থাণীয় সূত্র একাধিক সূত্রে জানাগেছে, সাজেক ইউনিয়নের শিয়ালদহলুই এলাকায় বুধবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বাতোরায় ত্রিপুরা(৩৫) ও ভদ্রবাস ত্রিপুরা(৪৫) এবং চাইল্যাতলি এলাকায় বৃহস্পতিবার বিদ্যামোহন ত্রিপুরা(৮৫), লক্ষী ত্রিপুরা(৫২) ও কুসুম মতী ত্রিপুরা(৪০) মারা যান। এছাড়া আরও অনেক লোকজন ডায়রিয়া আক্রান্ত হয়েছে। বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে দুটি মেডিকেল টিম ডায়রিয়া আক্রান্ত এলাকায় রওনা দিয়েছে।


সাজেক ইউপি চেয়ারম্যান আতুল লাল চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিয়ালদালুই, চাইল্যাতলীসহ কয়েকটি গ্রামে বিশুদ্ধ পানির অভাবে ছড়ার পানি পান করায় এবং প্রচন্ত গরমে এ ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। বুধবার বিকালে ও বৃহস্পতিবার ভোরে ৫ জনের মৃত্যু হয়েছে। প্রশাসনকে জানানোর পর দুটি মেডিকেল টিম ঘটনাস্থলে গেছে। কিন্তু দুর্ঘতার কারণে মেডিকেল টিম পেীঁছতে দেরী হচ্ছে। ইতোমধ্যে সাজেক ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আক্রান্ত এলাকায় খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে।

 

বাঘাইছড়ি উপজেলার পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে জেলা প্রশাসকসহ উদ্বর্তন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে বাঘাইছড়ি থেকে দুটি মেডিকেল টিম রওয়ানা হয়েছে। তিনি আরও জানান, মৌসুমী বৃষ্টি হওয়ার পরপরই এলাকাটিতে প্রচন্ড গরম পড়তে থাকায় এলাকায় বসবাসরতরা ডায়রিয়ার মতো রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে।

 

শিয়ালদহ হেডম্যান মৌজার হেডম্যান জিপ্পুতাং ত্রিপুরার বরাত দিয়ে রাঙামাটির ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ সুশোভন দেওয়ান জানান, সাজেকের শিয়ালদাহলুই, চাইল্যাতলী গ্রামে মহিলাসহ ৫ জনের মৃত্যুর খবর শুনেছি। বুধবার বিকালে ও বৃহস্পতিবার ভোরের দিকে এসব লোকজন আক্রান্তরা মারা গেছে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে ২ টি মেডিকেল টিম ডায়রিয়া আক্রান্ত এলাকায় পৌছেছে। এলাকার ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে মেডিকেল টিম কাজ করছে।

 

জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন জানান, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৫ জন মারা যাওয়ার কথা শুনেছি। ইতোমধ্যে আক্রান্ত এলাকায় মেডিকেল টিম পাঠানো হয়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় সঠিক তথ্য জানা যাচ্ছে না।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত